পটুয়াখালীর গলাচিপায় সাবেক সেনা সদস্য মো. হাফিজুর রহমানের কাছে চাঁদা দাবি করায় থানায় জিডি করা হয়েছে। এ বিষয়ে হাফিজুর রহমান জানান, জমি-জমার জেরে কিছু কুচক্রী মহল আমার কাছে চাঁদা চায়, চাঁদার টাকা না দিলে আমাকে মেরে ফেলার হুমকি দেয়।
তাই আমি কোন উপায় না পেয়ে গলাচিপা থানায় একটি সাধারণ ডায়েরী করি। যার ডায়েরী নং- ৫৩৫ তাং- ১৪/১০/২০২০। উল্লেখ্য গত ১২ অক্টোবর রাত আনুমানিক আটটার দিকে জমি সংক্রান্ত বিষয় নিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে একটি এমপি মামলা করা হয়। যার মামলা নং এমপি-৩৫২/২০২০।
গলাচিপা থানা এস আই নজরুল ইসলাম বলেন, এ বিষয় নিয়ে গলাচিপা থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে। মো. হাফিজুর রহমান বলেন, আমি সাবেক সেনা সদস্য। আমি চাকুরি অবস্থায় জাতিসংঘ মিশন শেষে আমার জন্মভ‚মি গজালিয়ায় কিছু জমি জমা ক্রয় করি। কিন্তু আমার আত্মীয় স্বজন আমার কাছে আমার জমির জন্য চাঁদা দাবি করে এবং আমাকে মেরে ফেলার পায়তারা চালাচ্ছে।
এ বিষয় নিয়ে ইশরাত জাহান আসমা বলেন, আমরা এখন জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি। সাবেক সেনা সদস্যের বড় রফিকুল ইসলাম বাচ্চু বলেন, আমার ভাই দীর্ঘ ২৫ বছর বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করে বাংলাদেশ ও আন্তর্জাতিকভাবে মানুষের নিরাপত্তা দিয়ে আজ সে নিজের জীবন নিয়েই চিন্তায় আছেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে আমাদের দাবি বিষয়টি আপনার সদয় বিবেচনার জন্য সুদৃষ্টি কামনা করছি।