ময়মনসিংহের গৌরীপুরের নিরাপদ সড়কের দাবিতে আজ শুক্রবার ধান মহালে মানববন্ধন ও এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে যুগান্তর স্বজন সমাবেশ এই কর্মসূচির আয়োজন করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বজন সমাবেশের সভাপতি এমদাদুল হক। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সেলিম আল রাজ।
এতে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের পরিবেশ বিষয়ক সম্পাদক অজিত মোদক, গৌরীপুর পৌরসভার কাউন্সিলর আবদুল কাদির, গৌরীপুর উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি পলাশ মাজহার, ইসলামাবাদ সিনিয়র মাদ্রাসার সহকারী শিক্ষক ইয়াহিয়া, চাঁদেরহাট অগ্রদূত শাখার সাংগঠনিক সম্পাদক আমিরুল মোমেনীন, গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিজন চন্দ্র সরকার, নয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মান্নান, গৌরীপুর আরকে সরকারি উচ্চ বিদ্যালয় মসজিদের ইমাম হাফেজ মাওলানা ফয়জুর রহমান, ব্যবসায়ী নজরুল ইসলাম মিন্টু, পৌর স্বজন সমাবেশের সভাপতি শ্যামল ঘোষ, স্বজন সোহেল মিয়া, ব্যবসায়ী হারুন মিয়া, গৌরীপুর যুগান্তর প্রতিনিধি মো. রইছ উদ্দিন প্রমুখ।
মানববন্ধন ও আলোচনাসভায় ‘স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই’ স্লোগান দেয়া হয় এবং নিরাপদ সড়ক আইন বাস্তবায়নের দাবি জানানো হয়। মানববন্ধন কারিরা সরকারের দৃষ্টি আকর্ষণ করে জানান,স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই।