ময়মনসিংহ বিভাগের জামালপুর সরিষাবাড়ী উপজেলায় চরবালিয়া গ্রামের বুদ্ধিপ্রতিবন্ধী শিশু (১৩) ধর্ষণ মামলার আসামী মাসুদ রানাকে (২০) ঢাকা থেকে গ্রেপ্তার করেছে সরিষাবাড়ী থানা পুলিশ। গতকাল শনিবার রাতে রাজধানীর তুরাগ থানার চেয়ারম্যান বাড়ী এলাকার স্থানীয় বাজার থেকে সরিষাবাড়ী থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
দায়েরকৃত মামলা সূত্রে জানা যায়, উপজেলার ডোয়াইল ইউনিয়নের চরবালিয়া গ্রামের হতদরিদ্র করাতকল শ্রমিকের একমাত্র মেয়েটি জন্ম থেকেই মানসিকভাবে প্রতিবন্ধী। ওই শ্রমিক নিজেও দৃষ্টিপ্রতিবন্ধী মেয়েকে। গত ৩০ আগস্ট রাত ১০টার দিকে মেয়েটির বাবা কাজ শেষে বাড়ি ফেরার সময় রাত হয়ে যায়। এ সময় তার মা ও ছোট ভাই বাবাকে রাস্তায় এগিয়ে আনতে গেলে বাড়ি ফাঁকা পেয়ে একই গ্রামের সোহরাব হোসেনের বখাটে ছেলে মাসুদ রানা ওই শ্রমিকের ঘরে ঢুকে তার প্রতিবন্ধী মেয়েকে তুলে নিয়ে যায়। তারপর মাসুদ রানা তার ঘরে নিয়ে ওই শিশুকে জোরপূর্বক ধর্ষণ করে।
এরপর ঘটনাটি গোপন রাখতে ধর্ষকের পরিবার তাকে চাপ প্রয়োগ করতে থাকে। একপর্যায়ে এলাকায় বিচার না পেয়ে ধর্ষিতার বাবা বাদী হয়ে একই গ্রামের সোহরাব হোসেনের ছেলে ধর্ষক মাসুদ রানার (২০) বিরুদ্ধে সরিষাবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন। গ্রেপ্তার এড়াতে গাঢাকা দেয় মাসুদ। পুলিশ বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে তাকে ঢাকা থেকে গ্রেপ্তার করে।
সরিষাবাড়ী থানার ওসি আবু মো. ফজলুল করীম জানান, প্রতিবন্ধী শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি মাসুদ রানাকে পুলিশ ঢাকার তুরাগ থানার চেয়ারম্যান বাড়ী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেতে সক্ষম হয়। গ্রেফতারকৃতকে আজ জামালপুর মুখ্য হাকিমের আদালতে হাজির করা হবে এবং রিমান্ডে নেওয়ার জন্য আবেদন করা হবে।