বাগেরহাট পৌরসভার কর্মকর্তাদের অংশগ্রহণে শ্রম অধিকার, মর্যাদা ও জেন্ডার বিষয়ক দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে ।
আজ সোমবার (২৩ ডিসেম্বর) বিকালে বাগেরহাট পৌরসভার কনফারেন্স রুমে ইউরোপিয়ন ইউনিয়নের অর্থায়নে, প্রাকটিক্যাল এ্যাকশনের এর আয়োজনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কোভিট-১৯ করোনা ভাইরাস মহামারী দূর্যোগের কারনে সামাজিক দূরত্ব বজায় রেখে ও যথাযথ নিরাপত্তা নিশ্চিত করে বাগেরহাট পৌরসভার কর্মকর্তাদের অংশ গ্রহণে শ্রম অধিকার, মর্যাদা ও জেন্ডার বিষয়ক দিন ব্যাপি এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
বাগেরহাট পৌরসভার নির্বাহী প্রকৌশলী জনাব, রঞ্জন কান্তি গুহ এর সভাপতিত্বে প্রশিক্ষণটিতে অন্যন্যদের মধ্যে অংশগ্রহণ করেন বাগেরহাট পৌরসভার হিসাব রক্ষন কর্মকর্তা সুব্রত কুমার সোমাদ্দার, সহকারী প্রকৌশলী, টি এম রেজাউল হক রিজভী, বস্তি উন্নয়ন কর্মকর্তা, মোঃ জাহিদুল ইসলাম, হিসাব রক্ষক, মোঃ আবু সাহিদ, স্যানিটারী ইন্সপেক্টর খান রোকনুজ্জামান, প্রাকাটিক্যাল এ্যাকশন সিউইস কো-অর্ডিনেটর কে এ আমিন, প্রকল্প কর্মকর্তা, রাজীব কুমার রায়, কর্মজীবী নারীর ম্যানেজার সুলতানা পারভীন, সিপা আক্তার, রাজীব কুমার সাহা।
প্রশিক্ষণটি সঞ্চালনা করেন উপজেলা ভাইস চেয়ারম্যান এবং মানবাধিকার কর্মী, রিজীয়া পারভীন প্রমুখ।
পৌরসভার কর্মকর্তাদের অংশ গ্রহণে প্রশিক্ষণ কর্মশালায় বাগেরহাটের শ্রম অধিকার, মর্যাদা ও জেন্ডার বিষয়ক বিষয়ে মুক্ত আলোচনা করা হয়। উল্লেখ্য ইউরোপিয়ন ইউনিয়নের অর্থায়নে, প্র্যাকটিক্যাল এ্যাকশন এর আয়োজনে বাগেরহাট পৌরসভাসহ দেশের কয়েকটি পৌরসভায় এই প্রকল্প বাস্তবায়ন করছে। যা বাংলাদেশ সরকারের স্থায়ীত¦শীল উন্নয়ন অভিষ্ঠ-২০৩০ অর্জনে অবদান রাখবে।