জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে জেলেদের মাঝে কম্বল, রেডিও, টর্চ লাইট, লাইফ জ্যাকেট, লাইফবয়, রেইনকোট বিতরণ করা হয়েছে ।
বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন কর্তৃক সাতক্ষীরা জেলায় অন্তর্গত সুন্দরবন সংলগ্ন প্রত্যন্ত এলাকায় এ সকল প্রয়োজনীয় সামগ্রী বিতরণ ও উক্ত এলাকায় সুপেয় পানির ব্যবস্থার জন্য নলকূপ স্থাপন করা হয়।
প্রয়োজনীয় সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কোস্ট গার্ডের মাননীয় মহাপরিচালক রিয়ার এডমিরাল এম আশরাফুল হক। এ সময় বাংলাদেশ কোস্ট গার্ডের উর্দ্ধতন কর্মকর্তাগণ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার বিএন এম হামিদুল ইসলামের লিখিত প্রেস বিজ্ঞপ্তিতে জনান,দেশের সার্বিক ঘূর্ণিঝড়, জলোচ্ছাস, বন্যা ও মহামারীসহ সকল অপ্রত্যাশিত খারাপ পরিস্থিতিতে বাংলাদেশ কোস্ট গার্ড সর্বদা প্রস্তুত রয়েছে এবং ক্ষতিগ্রস্থ এলাকায় অসহায় ও দুস্থ মানুষের মাঝে কোস্ট গার্ডের নিয়মিত সহযোগিতা অব্যাহত আছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম চলমান থাকবে।