ঝালকাঠির নলছিটি উপজেলার খাজাখালি গ্রামে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে এলাকাবাসী এ দৌড়ের আয়োজন করে। উৎসব মুখর এ আয়োজনে শিশু বৃদ্ধা সহ না পেশার মানুষ ভিড় জমায় । দুপুরের পর থেকেই আস্তে আস্তে মানুষের ভিড় বারায় পড়ন্ত বিকালে এক মিলন মেলায় পরিণত হয়।
উপস্থিত জনতা অপলক দৃষ্টিতে উপভোগ করে ঘোড় দৌড়। বাচ্চাদের ছোটা ছুটিতে পুরো সময়ই মুখরিত থাকে স্থানটি। ঘোড়ার দৌড় উপলক্ষে গ্রামের সকল মানুষ এক যায়গায় মিলিত হয়। দৌড় শেষে জিলাপি কিনে পরিবাদের সংঙ্গে নিয়ে খাওয়াই মধ্যে আনন্দ ভাগাভাগি করে নেয় গ্রামের মানুষ। পরে বিজয়ীদের মাঝে পুরুস্কার প্রদান করা হয়।