সূর্য সেন বা সূর্যকুমার সেনের ডাকনাম কালু, তবে তিনি মাস্টারদা নামে সমধিক পরিচিত।
ভারতবর্ষের ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম নেতা সূর্য সেনের জন্মদিন আজ। ১৮৯৪ সালের এইদিনে চট্টগ্রামের রাউজান থানার নোয়াপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি।
প্রথম বিশ্বযুদ্ধের শেষের দিকে সূর্য সেন তার ঘনিষ্ঠ সহযোগী অম্বিকা চক্রবর্তীর সঙ্গে চট্টগ্রাম শহরের দেওয়ানবাজার দেওয়ানজী পুকুরপাড়ে ‘সাম্য আশ্রম’ প্রতিষ্ঠা করেন। এরপর গোপনে বিপ্লবী কার্যক্রম চালাতে থাকে।
সূর্য সেন তৎকালীন ব্রিটিশ বিরোধী সশস্ত্র আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেন এবং নিজ জীবন বলিদান করেন। তার বাহিনী কয়েকদিনের জন্যে ব্রিটিশ শাসনকে চট্টগ্রাম এলাকা থেকে নিশ্চিহ্ন করে দিয়েছিল।