করোনাভাইরাস প্রতিরোধে ভ্যাকসিন গ্রহণে উৎসাহ দেয়ার জন্য বিশ্বজুড়ে তারকাদের নিয়ে প্রচারণা চালাচ্ছে জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ)। এরই মধ্যে এই প্রচারণায় অংশ নিয়েছেন দেশের বেশ কয়েকজন তারকা। সেই ধারাবাহিকতায় ইউনিসেফের সচেতনতামূলক প্রচারণায় অংশ নিলেন ঢালিউডের সুপারস্টার শাকিব খান।
ইউনিসেফ বাংলাদেশ শাকিব খানকে ‘সর্বপ্রিয় অভিনেতা’ ও ‘দায়িত্ববান নাগরিক’ হিসেবে উল্লেখ করেছেন। সংস্থাটির অফিশিয়াল পেজ ও ইনস্টগ্রামে বলা হয়, বাংলাদেশের সর্বপ্রিয় অভিনেতা এবং একজন সম্মানিত প্রযোজক শাকিব খান। একই সঙ্গে তিনি প্রকৃত অর্থে একজন দায়িত্ববান নাগরিক। সঠিক সময়ে করোনাভাইরাস টিকা নিয়ে তিনি নিজের ও নিজ কমিউনিটির সুরক্ষা নিশ্চিত করেছেন।
ইউনিসেফের ফেসবুক পেজে বলা হয়, এই বিশ্ব টিকাদান সপ্তাহে ইউনিসেফের ভ্যাকসিন চ্যাম্পিয়ন হয়ে শাকিব খান আপনাকেও আহ্বান জানাচ্ছেন : সঠিক সময়ে আপনার এবং আপনার সন্তানের টিকাদান নিশ্চিত করুন।
করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ নেয়ার শেষ দিনে ৫ এপ্রিল টিকা নেন শাকিব খান। তার দ্বিতীয় ডোজের টিকা গ্রহণের তারিখ জুনের ৫ তারিখ।
এর আগে প্রায় মাসখানেক সময় পাবনায় ‘অন্তরাত্মা’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত ছিলেন শাকিব খান।
ওয়াজেদ আলী সুমন পরিচালিত এই সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন কলকাতার দর্শনা বণিক। এতে আরও অভিনয় করছেন অরুণা বিশ্বাস, ঝুনা চৌধুরী, এস এম মহসীন, শাহেদ শরীফ খান, মারুফ প্রমুখ।