ময়মনসিংহ মেডিকেলে করোনা ও উপসর্গ নিয়ে করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন করোনায় এবং চারজন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন।
তিনি জানান, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টার মধ্যে ইউনিটটিতে নুরুল ইসলাম (৬৫) নামে এক ব্যক্তি মারা গেছেন। তিনি ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বাসিন্দা। এ ছাড়াও ওই সময়ের মধ্যে করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া চারজনের মধ্যে তিনজনই ময়মনসিংহের। অন্যজন জামালপুরের বাসিন্দা।
তারা হলেন- ময়মনসিংহের ভালুকার রুবেল মিয়া (৩৬), গফরগাঁওয়ের হীরা (৬০), গৌরীপুরের রাজিয়া সুলতানা (৮০) ও জামালপুর সদরের হাতেম আলী (৭২)।ডা. মুন আরও জানান, করোনা ইউনিটটে বর্তমানে রোগী ভর্তি আছেন ১৪৬ জন। এর মধ্যে ১০ জন আইসিইউতে আছেন। ওই সময়ে নতুন রোগী ভর্তি হয়েছেন ১১ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৩ জন। এদিকে জেলায় এক দিনে ৬১২ জনের নমুনা পরীক্ষায় ৭৬ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১২ দশমিক ৪২ শতাংশ।