সৌদি আরবে আজ (শনিবার ১৬ মে ) রেকর্ড সংখক ২ হাজার ৮৪০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে এবং ২৪ ঘন্টায় মারা গেছেন ১০ জন ।
বিগত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত থেকে সুস্থ হয়ে উঠেছেন ১ হাজার ৭৯৭ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়ে উঠেছেন ২৩ হাজার ৬৬৬ জন, যা মোট আক্রান্তের ৪৫ শতাংশ।
নতুন আক্রান্তদের মধ্যে রিয়াদে ৮৩৯, মক্কায় ৩৬৬, মদিনায় ২৯০, জেদ্দায় ৪৫০, দাম্মামে ১৮০, আল খোবারে ৭৮, কাতিফে ৮০, জুবাইলে ৭৫, হুফুফে ৪৯, তায়েফে ৫৭, তাবুকে ৩৮, ইয়ানবুতে ৫০, দিরিয়াহ্ এ ৮৯, বুরাইদায় ২৪, আল খারজে ৭, বাকিকে ১৩, সাফওয়ায় ৫, দাহরানে ১৫, ওয়াদি আল দাওয়াসির এ ১৯, নারিয়াহ্ এ ৯, সাগরা এ ৬, খুলাইসে ৫, খুর্মা এ ৪, আল মাজমাহ এ ৪, আল খাফজিতে ৬, আল মিনথাবে ৫, রাস তান্নুরায় ৩, হাইলে ৮, তাথিকে ৩, মানফাদ আল হাদিদাহ্ এ ৩, জেদিদাহ্ আরআর এ ৩, আল লেইথ এ ২, আল কারাই এ ২, আলফারা ভ্যালিতে ২, আল বুকারিয়ায় ২, হুত্তাত বনি তামিমে ৩, আল সুলাইলে ২, আল কারা এ ২, হাফার আল বাতেনে ২০, এবং সাকাকা, উনাইজা, খামিস মোসায়েত, আল জাফর, আল মুবাররাজ, বিশা,উগলুত আসসুগোর, আর রাস, আল বাধিয়াহ্, দিবা, হাকি,উমলোজ, সাবত আল আালইয়া, আরআর, হাজিম জালামিধ, আল কুইজ, আল ওয়াজা, আজ জুলফি, দূর্মা,লায়লা, আল দেলিম, গুরাইয়াত,রুমাহ্ ও আল কুয়াইয়াহ্ এলাকাগুলোতে একজন করে করোনা রোগী শনাক্ত হয়েছে।