বানিয়াচংয়ে সোশ্যাল মিডিয়ায় গুজব, মিথ্যা প্রচার, সাইবার বুলিং, কিশোর গ্যাং, ও নারী প্রতি ডিজিটাল ভায়োলেন্স বিরোধী বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে ।
বুধবার (১৫ সেপ্টেম্বর) বিকালে ২নং ইউপি পরিষদ প্রাঙ্গনে থানা পুলিশের উদ্যোগে এবং স্থানীয় চেয়ারম্যান ওয়ারিশ উদ্দিন খান এর সভাপতিত্ত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন বিট এসআই সনজয় সিকদার ও বীর মুক্তিযোদ্ধা খায়দুরুজ্জামান খান ধন মিয়া, ৩নং ইউ/পি চেয়ারম্যান হাবিবুর রহমানসহ স্থানীয় ইউ/পি ও গন্যমান্য ব্যক্তিবর্গ ।
অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে ২নং ইউ/পি এলাকার আইন শৃঙ্খলার রক্ষার্থে সোশ্যাল মিডিয়ায় গুজব, মিথ্যা প্রচার, সাইবার বুলিং, কিশোর গ্যাং, ও নারী প্রতি ডিজিটাল ভায়োলেন্স, দাঙ্গা, মাদক, জুয়া, ইভটেজিং ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করেন। এবং আইন শৃঙ্খলা রক্ষায় সকলের সহযোগীতা কামনা করেন।