বানিয়াচংয়ে থানা পুলিশের অভিযানে গরু চোর চক্রের ২ সদস্যকে গ্রেফতার করা হযেছে। জা্না যায়.গত বুধবার (৮ডিসেম্বর) থেকে পরের দিন সকালের দিকে উপজেলা সদরের শরীফখানী মহল্লার সাবাজুর রহমানের গোয়াল ঘর থেকে ২টি গরু চুরি করে নিয়ে যায় চোরের দল। চুরি করে নিয়ে যাবার পর গরুর মালিকের বাড়ির পূর্ব দিকে খালি জায়গায় গরু দুইটিকে জবাই করে চামড়া রেখে মাংস নিয়ে যায় চোরেরা।
এ ঘটনায় গরুর মালিকের অভিযোগের পরিপ্রেক্ষিতে বানিয়াচং থানায় নিয়মিত মামলা রুজু করলে বানিয়াচং থানার ওসি এমরান হোসেন এর দিক নির্দেশনায় থানায় কর্মরত এসাই শামছুল ইসলাম,এএসআই মোহাম্মদ সাদ্দাম হোসেন,এএসআই মো: তোহার সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে বানিয়াচং উপজেলা সদরের ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়নের অন্তর্গত তারাসই গ্রামের কিসমত উল্লাহর পুত্র শফিউল্লাহ ওরফে সুফি মিয়া এবং একই গ্রামের মৃত রফিক উল্লাহর পুত্র মোহাম্মদ আলীকে গরু চুরির সাথে জড়িত থাকার অভিযোগে
শুক্রবার (১০ডিসেম্বর) দিবাগত রাত ১টা ৩০মিনিটের দিকে অভিযান পরিচালনা করে তাদের নিজ বাড়ি থেকে আটক করা হয়।
বানিয়াচং থানার ওসি মোহাম্মদ এমরান হোসেন জানান,আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করার পর বর্ণিত মামলার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে ফৌজদারী কার্যবিধির ১৬৪ ধারা জবানবন্দী প্রদান করেছে। এছাড়া ও গ্রেফতার হওয়ার দুইজনের বিরুদ্ধে বানিয়াচং থানায় একাধিক চুরি ও ডাকাতির মামলা রয়েছে বলে জানান তিনি।