“বিবেক জাগ্রত করি সুন্দর পৃথিবী গড়ি”
এই স্লোগান কে বুকে ধারন করে কুড়িগ্রামে স্বেচ্ছাসেবী শিক্ষামূলক সংগঠন ” বিবেক ২১” এর ১ম বর্ষপূর্তি ও ঈদ পুনর্মিলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহঃপতিবার(৫ই মে) দিন ব্যাপী সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নের কাঁচিচর বি এ জি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বর্ষপূতি আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পালন করে সংগঠনটি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিবেক ২১ এর উপদেষ্টা মন্ডলীর সদস্য জনাব বিমল চন্দ্র ও জনাব নুর ইসলাম, ববিতা খাতুন, জাহিদ জুয়েল, ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলম, সাঈদ খান, রাজু মিয়া, জুলফিকার আলী, নুর আলম, আশরাফুল হক, আঃ কাইয়ুম, নুসরাত আঁখি, রিয়াজুল ইসলাম, জাহিদ হাসান সৌরভ, শেখ সাদী, খালিদ হাসান বাবু, শামসুজ্জামান শামীম লাভলু প্রমুখ।
এছাড়াও অনলাইনে সংযুক্ত ছিলেন বেলাল হোসেন, রোকন খান, এরশাদুল হক, খোরশেদ আলম প্রমুখ
বিবেক ২১ এর বর্ষপূর্তি অনুষ্ঠানে সংগঠনের অন্যতম সংগঠক ববিতা সিদ্দিকী বলেন, বিবেক ২১ একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী ও শিক্ষামূলক সংগঠন। এ সংগঠনের মাধ্যমে গত এক বছরে শিক্ষা, স্বাস্থ্য ও বিভিন্ন মানবিক কাজ করে এসেছি।আমাদের এ কাজ ভবিষ্যতে অব্যহত থাকবে।।
অনুষ্ঠানের সুচনা লগ্নে পরিবেশের ভারসাম্য রক্ষা ও বৃক্ষরোপনের ভূমিকা সম্পর্কে সচেতনতা বাড়াতে বিদ্যালয় চত্বরে পরিবেশ বান্ধব মেহনি গাছ লাগানো হয়। এরপর কুরআন তেলোয়াত ও জাতীয় সংগীতের মাধ্যমে মূল আলোচনা সভা শুরু হয় এসময় উপস্থিত ছিলেন কাঁচিচর বি এ জি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ বিভিন্ন গুনীজনেরা।
আলোচনা অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয় যেখানে কুড়িগ্রামের ঐত্যিহবাহী ভাওয়াইয়া গান পরিবেশন করে রাজু মিয়া, এছাড়াও রিয়াজুল ইসলাম, মমিন মন্ডল বিভিন্ন আধুনিক গান কৌতুক পরিবেশন করে।
বিবেক ২১ এর গত এক বছরের বিভিন্ন কুইজ প্রতিযোগিতা, ক্রীড়া, ও সামাজিক উন্নয়ন মূলক কাজের স্থিরচিত্র ব্যানারে তুলে ধরা হয়।
শিক্ষা ও ক্রীড়া ও সুস্থধারার সংস্কৃতি নিয়ে কাজ করায় অতিথিরা বিবেক ২১ এর ভূয়সী প্রশংসা করেন এবং উত্তরোত্তর উন্নতি সাফল্য কামনা করেন।
সভাপতির বক্তব্যের মাধ্যমে ঈদ পুনর্মিলন অনুষ্ঠান সমাপ্ত হয়।