ফজলুল করিম ফারাজী, কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলায় আম গাছ থেকে কয়েকটি আম পেরে নেয়াকে কেন্দ্র করে বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে উপজেলার রমনা ইউনিয়নে পাত্রখাতা খন্দকার গ্রামে এ ঘটনা ঘটে ।
স্থানীয়সুত্রে জানা যায়,রমনা ইউনিয়নের পাত্রখাতা খন্দকার পাড়া গ্রামের মৃত- নয়া মিয়ার ছেলে মোফাজ্জলের সাথে মৃত মোন্তাজ আলীর ছেলে নুরুজ্জামানের মাঝে দীর্ঘদিন থেকে জমি নিয়ে বিরোধ চলে আসছিল।
এরই জের ধরে বৃহস্পতিবার দুপুরে মোফাজ্জলের ভাতিজা হিরু মিয়া বিবাদমান জমিতে থাকা আম গাছ থেকে কয়েকটি আম ছিঁড়ে (পেরে )নেয়।এ সময় নুরুজ্জানের স্ত্রী মরিয়ম বেগম ও ছেলে আল মামুন হিরুকে আম পারতে বাধা দিলে বাকবির্তকের এক পর্যায়ে সংঘর্ষ সৃষ্টি হয়।
পরে উভয় পক্ষের ৬জন আহত হয়। বর্তমানে আহতরা চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।চিলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান,উভয় পক্ষের কেউ থানায় এখন পর্যন্ত অভিযোগ করেনি,অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।