ফজলুল করিম ফারাজী, কুড়িগ্রাম প্রতিনিধিঃ
রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলার ন্যায় কুড়িগ্রামেও ভারতের আসাম রাজ্যে আটকে থাকা ২৬ জন বাংলাদেশীকে ফিরিয়ে আনতে মানববন্ধন করেছে কুড়িগ্রাম জেলার স্থানীয় জনসাধারণ ও অসহায় স্বজনেরা।
মঙ্গলবার ২৩ শে জুন,দুপুরে কুড়িগ্রাম কলেজ মোড়ে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। জানা যায়,কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার রমনা ইউনিয়নের ব্যাপারি পাড়া গ্রামের ২৬ জন বাংলাদেশী বৈধ পাসপোর্ট ও তিন মাস মেয়াদের ভ্রমণ ভিসায় ভারতের আসামে যায়।
দূর্ভাগ্যক্রমে বিশ্বব্যাপী করোনার প্রকোপ থেকে রক্ষায় আসাম রাজ্য লক ডাউনের আওতায় পড়লে বিপাকে পরে যায় ভুক্তভোগীরা। এরই ফলশ্রুতিতে দের মাসের বেশি সময় ধরে ধুবরী কারাবাসে আছেন বাংলাদেশের ২৬ জন অধিবাসী।
এ মানববন্ধনে রেল নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণ কমিটির প্রধান সমন্বয়ক নাহিদ হাসান নলেজ বলেন,বাংলাদেশ ও ভারতের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ। তাই ভারত সরকারের কাছে আশা করবো এ সম্পর্ককে আরো অটুট রাখতে অতিদ্রুত এ ২৬ জন বাংলাদেশীর মুক্তি দেয়া হোক।
আসামী নামক বিশেষণ থেকে মুক্তি দিয়ে ২৬জন বাংলাদেশী স্বজনদের মাঝে ফিরে আসুক। এছাড়াও অনান্য বক্তব্যে স্বজনরা বলেন, ২৬ বাংলাদেশী ওরা আমার ভাই, ওরা আমার সন্তান,ওদের উপার্জনে আমাদের পরিবার বাঁচে। ওদের প্রতি ভারত সরকার ও সংশ্লিষ্ট সকল কর্মকর্তাদের সুদৃষ্টি কামনা করছি।