ছুটিতে থাকা প্রবাসীদের ইকামা এবং ভিসার মেয়াদ তিন মাস বাড়ালো সৌদি আরব। রবিবার সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি মারফত জানায় যে, মেয়াদ উত্তীর্ণ ইকামা ও ভিসার মেয়াদ কোনরকম জরিমানা ছাড়াই ফ্রি তে আরো তিন মাসের জন্য বাড়ানো হলো।
এবং পরবর্তীতে যাদের ইকামা এক্সপায়ার হবে, তাদের ইকামার মেয়াদও ৩ মাসের জন্য বেড়ে যাবে।করোনা ভাইরাস মহামারীতে অর্থনৈতিক ক্ষতি পুষিয়ে নিতে এবং বিনিয়োগকারীদের উপর করোনার প্রভাব কমাতে দেশটি এমন সিদ্ধান্ত নিয়েছে।
একইসঙ্গে সৌদি আরবের অভ্যন্তরে অবস্থান করা প্রবাসীদের ইকামার মেয়াদও দ্বিতীয় দফায় ৩ মাস বাড়ানোর ঘোষণা দিয়েছেন বাদশাহ সালমান।
নতুন যে ঘোষণা দিয়েছেন বাদশাহ সালমান সেগুলো হলো,
১- সৌদি আরবের অভ্যন্তরে বিদেশি নাগরিকগণ দ্বিতীয়বারের মতো আরো তিন মাসের ইকামা নবায়ন করার সুযোগ পাবে কোন প্রকার ফি ছাড়া ।
২- যে সকল ব্যক্তি ফাইনাল এক্সিট লাগিয়ে এখনো সৌদিআরব ত্যাগ করতে পারেননি আন্তর্জাতিক রুটে ফ্লাইট বন্ধ থাকায় তাদেরকে আরো তিন মাস বৈধভাবে থাকার সুযোগ দিয়েছে।
৩- ছুটিতে থাকা বিদেশি নাগরিকদের ইকামা শেষ হয়েছে অথবা হবে সে সকল ব্যক্তিদের আরও তিন মাসের মেয়াদ বৃদ্ধি করে দেয়া হবে।
৪- সৌদি আরবের বাইরে থাকা যে সকল বিদেশি নাগরিকদের ছুটি শেষ হয়ে গিয়েছে অথবা যাদের শেষ হবে তাদেরকে আরো তিন মাসের বাড়তি ছুটি দেয়া হবে এ ক্ষেত্রে কোনো জরিমানা আসবে না।
৫- আন্তর্জাতিক রুটে ফ্লাইট বন্ধ থাকায় যারা এখনো সৌদি আরব ত্যাগ করতে পারেনি তাদের ছুটি পুনরায় তামদিদ করতে পারবে এক্ষেত্রে কোনো জরিমানা আসবে গুণতে হবে না।
৫- ভিজিট ভিসায় আটকে পড়া বিদেশি নাগরিকগণ আরো তিন মাস বৈধ ভাবে থাকার সুযোগ পাবে এক্ষেত্রে কোন সরকারি ফি প্রয়োজন হবে না।
উল্লেখ্য, ইকামার মেয়াদ বিনামূল্যে তিন মাস বৃদ্ধি পাওয়াতে বাংলাদেশি প্রবাসীরা দারুণভাবে উপকৃত হবেন। করোনার শুরুতে অনেকেই দেশে এসে আটকা পড়েছিলেন ,আবার অনেকের ইকামার মেয়াদ শেষ দিকে থাকায় দুশ্চিন্তায় ছিলেন তারা। এই ঘোষণার ফলে এসব প্রবাসীরা নিশ্চিত হতে পারবেন।