পিরোজপুরের স্বরূপকাঠীতে ভুল চিকিৎসায় দেড় মাসের এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিশুটির স্বজনরা শুক্রবার সন্ধ্যায় অভিযুক্ত চিকিৎসকের চেম্বার ঘেরাও করেন।
জানা যায়, উপজেলার দক্ষিণ কৌড়িখারা গ্রামের মো. সাকিল হোসেন বৃহস্পতিবার রাতে তার দেড় মাসের শিশু সন্তানের ঠাণ্ডাজনিত রোগ নিয়ে উপজেলার ইন্দেরহাট বাজারে ডাক্তার আবুবকর আকনের চেম্বারে যান।
এ সময় ওই চিকিৎসক ব্যবস্থাপত্র দেন। কিন্তু ব্যবস্থাপত্র অনুযায়ী ওষুধ প্রয়োগের মাত্র ৭-৮ মিনিটের মধ্যে রোগীর মৃত্যু হয়।
এ ব্যাপারে অভিযুক্ত চিকিৎসক আবুবকর আকন বলেন, আমি ওই বাচ্চাকে যে চিকিৎসা দিয়েছি, তা ভুল নয়। ওই ওষুধে এমন হওয়ার কথা না।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফিরোজ কিবরিয়া বলেন, ব্যবস্থাপত্রে দেওয়া ওষুধে এমনটা হওয়ার কথা না।