গাইবান্ধা প্রতিনিধি:-গাইবান্ধার নলডাঙ্গা রংপুর এক্সপ্রেসের স্হায়ী যাত্রা বিরতি টিকিট-প্রদান ও বন্ধ ষ্টেশন চালুর দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০সেপ্টেম্বর) বিকাল ৪ টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত প্রায় দেড়ঘন্টাব্যাপী নলডাঙ্গা ষ্টেশন প্লাটফর্মে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন নলডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তরিকুল ইসলাম নয়ন,স্হানীয় আওয়ামীলীগ নেতা সাহরিয়ার, গাইবান্ধা জেলা তাতীলীগের আহবায়ক স্বাধীন, দৈনিক ঘাঘট প্রতিনিধি শহিদুল ইসলাম শাহীন প্রমুখ।
এসময় বক্তারা বলেন ২০১১ সালের ২১আগষ্টে উদ্বোধনের দিন থেকেই ট্রেনটি গাইবান্ধার নলডাঙ্গা তৎকালিন যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেনের নির্দেশনা অনুযায়ী ৪ মিনিটের যাত্রা বিরতি দিয়ে চলছিল। সম্প্রতি করোনাকালীন সময়ে ট্রেনটির যাত্রা বন্ধ রাখা হয়।তবে গত ৫ সেপ্টেম্বর ট্রেনটি নতুন রুপে রংপুর থেকে ছেড়ে দিলে তা ঢাকা অভিমূখে যাত্রাকালীন নলডাঙ্গায় যাত্রা বিরতি না দিয়ে চলে যায়।
এতে নলডাঙ্গা সহ পার্শ্ববর্তি কয়েকটি ইউনিয়নের জনসাধারণ ক্ষোভে ফেটে পড়েন।পরেরদিন স্থানীয় লোকজন বিক্ষোভ করে ট্রেনটি থামায়।
এরপরে তারা পুনরায় কর্মসূচী দেয়ার সিদ্ধান্ত অনুযায়ী সেই কর্মসূচী আজ পালিত হয়। এবং বক্তব্যে বক্তারা স্থায়ী যাত্রা বিরতির দাবী জানান।তবে আজ প্রতিবাদের মুখে সন্ধ্যায় ট্রেনটি নলডাঙ্গায় ৪ মিনিট যাত্রা বিরতি দিয়ে ছেড়ে গেছে বলে জানান ভুক্তভোগীরা।