” শিশু সুরক্ষা নিশ্চিত করি ;পাচারমুক্ত দেশ গড়ি “এ স্লোগানে রাজধানীর গেন্ডারিয়ায় “বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস পালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে ‘নারী -মৈত্রী ‘র উদ্যোগে রাজধানীর গেন্ডারিয়া য় সূত্রাপুরে আজকের যুব প্রজন্ম ইয়ুথ সংগঠনের সহযোগিতায় স্বাস্থ্যবিধি মেনে শান্তিপূর্ণ মানববন্ধন করা হয়েছে।
উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন মহিলা কাউন্সিলর সাথী আক্তার ; সমাজসেবা কর্মকর্তা ; যুব উন্নয়ন কর্মকর্তা ; সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ; স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ সহ নারীমৈত্রীর কর্মকর্তা বৃন্দ এবং শতাধিক ভলেনটিয়ার ।
বর্তমানে আলোচিত এবং সবচেয়ে মানবতাবিরোধী অপরাধ মানব পাচার। উক্ত বিষয়ে অতিথি বৃন্দ গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
শিশু পাচারবিরোধি ৪টি জাতীয় বেসরকারী সংগঠন “এ্যাটসেক” ; “ইনসিডিন বাংলাদেশ “;” সিপিডি “ও “নারী- মৈত্রী” নিয়ে গঠিত কনসোর্টিয়াম Prevention Of Child Trafficking through strengthening Community &Networking (PCTSCN) শিশু পাচার প্রতিরোধে একযোগে কাজ করে আসছে।
এ মহতী উদ্যোগে যার অবদান সবচেয়ে বেশি সে প্রতিষ্ঠানটি হলো – নারী মৈত্রী । যা ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত হয়।এটি একটি অলাভজনক, অরাজনৈতিক উন্নয়নমূলক প্রতিষ্ঠান। মানবপাচার রোধে সকলে ই আসুন সচেতন হই । এবং অপরকে সচেতন করি।।