‘এনরোলমেন্ট পাওয়ার ওয়ান’ এ তিনটি পর্যায়ে মধ্য দিয়ে সদস্য গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হবে। এনরোলমেন্ট পাওয়ার ওয়ান’ সম্পর্কে সংগঠনের অন্যান্য সদস্যরা তাদের সুন্দর পথচলার অভিজ্ঞতা তুলে ধরে বলেন, এই সোসাইটিতে এসে অনেক নতুন নতুন অভিজ্ঞতা পেয়েছি। নিজেকে নতুন করে গড়ে তোলার সুযোগও পেয়েছি।
এ বিষয়ে সংঘটির সভাপতি শারার মাহবুব ধ্রুব জানান, “আমাদের পরিকল্পনা ছিল মার্চ মাসেই এনরোলমেন্টের প্রক্রিয়া সম্পন্ন করা। কিন্তু হঠাৎ কোভিড-১৯ এর প্রাদুর্ভাবে বিশ্ববিদ্যালয় বন্ধ হওয়ার ফলে কাজটি আপাতত স্থগিত রাখতে হয়েছিল। যেহেতু দেশের সার্বিক নিরাপত্তার জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ এবং এখন সবকিছু অনলাইন নির্ভর।
তাই আমরাও অনলাইনে এনরোলমেন্ট প্রক্রিয়া শুরু করেছি। আমার সহযোগীরাও তাদের সর্বোচ্চটা দিয়ে পরিকল্পনাটি বাস্তবায়নে সহায়তা করছে। তাদের জন্যও অনেক কাজ সহজ হয়েছে।আশা করছি পুরো এনরোলমেন্ট প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন করতে পারব।
উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক ও ব্যবসায় সংঘটি নতুন পথচলা শুরু করলেও ইতিমধ্যেই ‘ব্রেকথ্রু’ এবং ‘হ্যাপি উইক’ এর মতো ইভেন্ট সম্পন্ন করে বেশ সাড়া ফেলে অনেক প্রশংসা কুড়িয়েছে। সংঘটির কিছু প্রতিযোগিতা বাংলাদেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হওয়ায় বাহিরের ছয়টি দেশেও সাড়া পাওয়া গেছে।
তাছাড়া সংঘটি বিভিন্ন সচেতনতা মূলক ভিডিও প্রকাশের মাধ্যমে গণসচেতনতা তৈরির চেষ্টা করে। করোনা পরিস্থিতিতে তারা নিয়মিত কোভিড-১৯ আপডেট দিয়ে চলমান এই মহামারীর চিত্র তুলে ধরতে ভূমিকা রেখেছে।