চলন্ত বাসেই করোনা উপসর্গ নিয়ে যাত্রীর মৃত্যু, রাস্তার পাশে ফেলে দিল লাশ!
ঢাকায় বসবাসরত মিজানুর রহমান তার মাকে নিয়ে নাইটকোচে রওনা দেন। তার বাড়ি নওঁগার ধামৈইরহাট উপজেলার মঙ্গলবাড়ীতে। কয়েকদিন ধরেই জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিল মিজানুর। পথিমধ্যে বাস জয়পুরহাট সদর উপজেলার হিচমী বাজারে পৌঁছালে মৃত্যু হয় মিজানুরের।এর পরই বাসচালক ও অন্য যাত্রীরা তার মাকে সহ মিজানুরের লাশ রাস্তার পাশে ফেলে চলে যায়। আজ মঙ্গলবার ভোরের ঘটনা। মিজানুরের মা জানিয়েছে, তার ছেলের শ্বাসকষ্ট ও জ্বর ছিল। পুলিশ লাশ উদ্ধার করেছে।