বাংলাদেশের কক্সবাজার শরণার্থী শিবিরে প্রথম একজন রোহিঙ্গা কোভিট-১৯ পজিটিভ সনাক্ত হয়েছেন। আক্রান্ত রোহিঙ্গার স্যাম্পল সংগ্রহ করা হয়েছিল কুতুপালং এর একটি আন্তর্জাতিক সংস্থা পরিচালিত স্বাস্থ্য কেন্দ্র থেকে।কক্সবাজারের সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ মাহাবুবুর রহমান জানান, আন্তর্জাতিক সংস্থা পরিচালিত স্বাস্থ্য কেন্দ্র থেকে আসা আরো একটি স্যাম্পল পজিটিভ সনাক্ত হয়েছে। তবে তিনি রোহিঙ্গা কিনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।তিনি আরো বলেন, কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে বৃহস্পতিবার একজন রোহিঙ্গার কোভিট-১৯ পজিটিভ নিশ্চিত হওয়া গেছে। ল্যাবটিতে এ পর্যন্ত ১০৮ জন রোহিঙ্গার স্যাম্পল পরীক্ষা করা হয়েছে।কক্সবাজার ল্যাবে বুধবার পর্যন্ত ৩ হাজার ৩৬২ জনের স্যাম্পল পরীক্ষা হয়েছে। সেখানে ১৩২ জনের কোভিড-১৯ পজিটিভ রিপোর্ট এসেছে।এ পর্যন্ত আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে ১ জনের। সুস্থ হয়েছেন ৩৩ জন।