রাবি প্রতিনিধিঃ রায়হান ইসলাম
একুশে পদক বিজয়ী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গনিত বিভাগের প্রাক্তন শিক্ষক অধ্যাপক মজিবর রহমান দেবদাস গতকাল ভোরে জয়পুরহাটের নিজ বাস ভবনে বার্ধক্য জনিত কারনে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।
তিনি ১৯৩০ সালে ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির অন্তর্ভুক্ত জয়পুরহাটের খঞ্জনপুরে জন্মগ্রহন করেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৫২ সালে এম এ প্রথম হয়ে বগুড়া আজিজুল হক কলেজে শিক্ষকতা করেন। পরবর্তীতে পাকিস্তানেরর করচি শহরের নাজিরাবাদ কলেজে অধ্যাপন শুরু করেন।
১৯৬৪ সালে তিনি অস্ট্রেলিয়ার মেলবোর্ন বিশ্ববিদ্যালয় থেকে ফলিত গনিতে এমএসসি ডিগ্রী লাভ করেন। ১৯৬৭ সালে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গনিত বিভাগে জেষ্ঠ্য প্রভাষক হিসেবে যোগদান করেন।
মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর গনহত্যা তিনি মেনে নিতে পারেন
নি । তিনি পাক বাহিনীর বিরুদ্ধে প্রতিবাদ করেন।
১৯৭১ সালের ১২ মে তাকে গ্রেপ্তার করে পাক বাহিনী ব্যাপক শারীরিক ও মানসিক নির্যাতন চালালে পরবর্তীতে স্মৃতিশক্তি নষ্ট হয়ে যায়।
পাক বাহিনী যখন বাঙালিদের ধরে নির্বিচারে হত্যা করছিল। তখন অনেক হিন্দু প্রাণ রক্ষার্থে নাম পাল্টে মুসলিম নাম যুক্ত করতে শুরু করলে, এর প্রতিবাদ স্বরূপ তিনি বাবা মায়ের রাখা মুসলিম নামের পরিবর্তে নিজের নাম রাখেন দেবদাস।
১৯৯৮ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় তাকে সংবর্ধনা দেন। ২০১৫ সালের ১৯ ফেব্রুয়ারি বাংলাদেশ সরকার তাকে একুশে পদকে ভূষিত করেন।