নিউজ ডেস্ক : কোরনা ভাইরাস থেকে সাধারণ মানুষকে সুরক্ষায় রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ওয়েভবিডি ডটকম অ্যাপ: ঘরে বসেই পাওয়া যাবে পণ্যঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের ছয় থানার নাগরিকরা বাসায় বসেই পাবেন নিত্য প্রয়োজনীয় দ্রব্য। শিশুখাদ্য এবং ওষুধও আছে এ তালিকায়।
করোনাভাইরাসে পুরো রাজধানীতে চলছে অঘোষিত লকডাউন। অনেক এলাকা ঘোষণা করা হয়েছে লকডাউন হিসেবে। তারপরও নিত্য প্রযোজনীয় দ্রব্যসামগ্রী কিনতে অনেকেই বের হচ্ছেন ঘরের বাইরে যা সামাজিক সংক্রমণের একটি অন্যতম কারণ।করোনায় মানুষকে ঘরে রাখতে ওয়েভবিডি ডটকম নামে অ্যাপ নিয়ে এসেছে পুলিশ। এ কাজে পুলিশকে সহযোগিতা করছে একদল স্বেচ্ছাসেবক। ঘরে বসেই যেন পাওয়া যায় নিত্যপ্রযোজনীয় পণ্যসামগ্রী সেজন্য ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগ চালু করেছে এই অ্যাপটি। যা ব্যবহার করে এই বিভাগের ছয় থানার নাগরিকরা ঘরে বসেই পাবেন নিত্যপ্রয়োজনীয় দ্রব্য। চাল, ডাল, তেল লবণসহ ২০টিরও বেশি পণ্য পাওয়া যাবে এর মাধ্যমে।প্রথমে ওয়েভবিডি ডটকম লিংকে গিয়ে সেট আপ ইউর লোকেশন বাটন ক্লিক করে থানা নির্বাচন করতে হবে। নির্বাচনকৃত থানার বাজারটিতে ক্লিক করে আইটেম নির্বাচন করতে হবে। অ্যাপটি সব প্লাটফর্মে ব্যবহার উপযোগী।