শুক্রবার দক্ষিণ বন্দর শহর করাচির কাছে রাষ্ট্র পরিচালিত পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে,শেষ খবর পাওয়া পর্যন্ত ৭৩ জনের প্রানহানি হয়েছে বলে জানিয়েছেন নগরীর মেয়র। বিমানটি বিমানবন্দরের কিনারায় জনাকীর্ণ পাড়ায় বিধ্বস্ত হয়েছিল। মেয়র ওয়াসিম আখতার জানান, দুর্ঘটনায় কমপক্ষে পাঁচ-ছয়টি বাড়িঘর ধ্বংস হয়ে যায়। পূর্ব সিটি লাহোর থেকে আগত বিমানটিতে ৯৯ জন যাত্রী এবং আট জন কেবিন ক্রু সদস্য ছিল বলে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মুখপাত্র আবদুল সাত্তার কোখার জানিয়েছেন।
সুত্রঃARYNEWS