রায়হান ইসলাম, রাবি প্রতিনিধিঃ
করোনাভাইরাস (কোভিড১৯) এ আক্রান্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগে অধ্যায়নরত তৃতীয় বর্ষের এক শিক্ষার্থী। ১৫ মে দিনাজপুর আব্দুর রহিম মেডিকেলে নমুনা পরীক্ষার পর ওই ছাত্রীর করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেন চিকিৎসকরা বলে জানিয়েছেন তার স্বামী তাওফিকুল হাকিম। ওই ছাত্রী বর্তমানে দিনাজপুরে পার্বতীপুরে তার নিজ বাসায় চিকিৎসা নিচ্ছেন বলে নিশ্চিত করেছেন তিনি।তার স্বামী তাওফিকুল হাকিম জানান, ১৫ মে তার চাচা শ্বশুরের করোনা পজেটিভ আসার পর অন্য সকলকে কোরেন্টাইনে রাখা হয় এবং করোনা পরীক্ষা করলে তার কোভিড-১৯ পজেটিভ আসে। দুই একদিন জ্বর সর্দির পর বর্তমানে শরীরের অবস্থা উন্নতির পথে। বাড়িতে থেকেই চিকিৎসকের পরামর্শ নিচ্ছেন তিনি।জানতে চাইলে ইসলামিক স্টাডিস বিভাগের সভাপতি ড. মোঃ মাহাবুবুর রহমান বিষয়টি সম্পর্কে এখন অবহিত নন বলে জানান। পরে ওই শিক্ষার্থীর বিষয়ে খোঁজ নেবেন বলে জানিয়েছেন তিনি।বিকেলে করোনা আক্রান্ত ওই শিক্ষার্থীর বান্ধবী নাঈমা সুলতানা এক ফেসবুক পোস্টের মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।জানতে চাইলে তিনি বলেন, এই মহামারিতে তার বান্ধবী করোনায় আক্রান্ত। এর মধ্যে সে আবার অন্তঃসত্ত্বা। আক্রান্ত হয়েছেন তার বাবা, চাচা ও দুই মাস বয়সের চাচাতো ভাই, ফুফু ও ফুফাতো বোন করোনা আক্রান্ত হয়েছেন। সকলের কাছে তিনি দোয়া চেয়েছেন।