ঝালকাঠি জেলা প্রতিনিধি: কঞ্জন কান্তি চক্রবর্তী
ঝালকাঠিতে ঘূর্ণিঝড় আম্পানের পর আঘাত হেনেছে ২ মিনিটের শক্তিশালী ঝড়। এতে ৬ গ্রাম বিধ্বস্ত হয়েছে। এতে লন্ডভন্ড হয়ে গেছে শতাধিক বসতঘর ,আম্পানের পর দ্বিতীয় দফায় ঝালকাঠিতে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থদের ঢেউ টিন এবং নগদ টাকা দিয়ে সহায়তা দিয়েছে ঝালকাঠি জেলা প্রশাসন।
আজ শুক্রবার সকালে জেলা সরকারি খাদ্য গুদাম চত্বর থেকে জেলা সদরের কেওড়া এবং কীর্তিপাশা ইউনিয়নের ক্ষতিগ্রস্থ ১৭টি পরিবারকে এ সহায়তা করা হয়। প্রত্যেক পরিবারকে দেয়া হয় এক বান করে ঢেউ টিন ও নগদ ৩ হাজার করে টাকা। ঝালকাঠি জেলা প্রশাসক মো. জোহর আলী টাকা ও ঢেউটিন ক্ষতিগ্রস্থদের হাতে তুলে দেন এবং সকলের মঙ্গল কামনা করেন।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজী আক্তার, এনডিসি আহমেদ হাসান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মঈন তালুকদার ও মাহিলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী উপস্থিত ছিলেন। আম্পানের পর গত ২৭ মে বুধবার রাতে হঠাৎ ঘূর্ণিঝড়ে সদর উপজেলার দুই ইউনিয়নের ৬ গ্রামের শতাধিক বাড়ি ঘর বিধ্বস্ত হয়। গাছপালা উপড়ে পড়ে। ক্ষতিগ্রস্থ হয় শিক্ষাপ্রতিষ্ঠানও। জেলা প্রশাসক জানিয়েছেন, পর্যাক্রমে ঝড়ে ক্ষতিগ্রস্থ সবাইকে সহযোগিতা করা হবে।