মোঃ রায়হান আলী,(ব্যুরো প্রধান),খুলনাঃ
খুলনা ট্রেন ষ্টেশনে আগামী রোববার (৩১ মে) থেকে দুই ধাপে মোট তিনটি যাত্রীবাহী ট্রেনের চলাচল শুরু হচ্ছে। সরকারী নির্দেশিত স্বাস্থ্য বিধি মেনে খুলনা থেকে ট্রেন ছাড়বে রেলওয়ে কর্তৃপক্ষ। রেলওয়ে সূত্র জানিয়েছে, ইতোমধ্যে কোন রুটে কয়টি ট্রেন চলবে তার রোডম্যাপ তৈরি করেছে রেল বিভাগ। “এক সিটে যাত্রী ও এক সিট খালি”এই নিয়মে আগামী দুই সপ্তাহের জন্য অনলাইনে ট্রেনের টিকিট বিক্রির ব্যবস্থা নেওয়া হচ্ছে। দুটি গ্রুপে ভাগ করে ট্রেন পরিচালনা করা হবে।এ বিষয়ে খুলনা রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার কাজী আমিরুল ইসলাম জানান, প্রথম ধাপে ‘ক’ গ্রুপে ঢাকা-খুলনা রুটে চিত্রা এক্সপ্রেস ৩১ মে থেকে পরিচালনা করা হবে।দ্বিতীয় ধাপে ‘খ’ গ্রুপে খুলনা-চিলাহাটি রুটে রূপসা এক্সপ্রেস ও খুলনা-রাজশাহী রুটে কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনগুলো ৩ জুন থেকে পরিচালনা করতে সুপারিশ করা হয়েছে। ট্রেন চলাচলের জন্য ২৪ দফা নিদের্শনা মেনে চলার কথা বলা হয়েছে।তিনি আরো বলেন, সামাজিক দূরত্ব বজায় রেখে রেলস্টেশনে যাত্রীরা অপেক্ষা করবে। স্টেশনগুলোর প্লাটফর্মে নির্ধারিত দাগে দাঁড়িয়ে থাকার পর যাত্রীরা ট্রেনে চড়তে পারবেন। প্রতিটি কোচে অর্ধেক যাত্রী পরিবহন করা হবে।উল্লেখ্য করোনা ভাইরাস(কোভিড-১৯) এর প্রাদূর্ভাব রোধে গত (২৫ মার্চ) থেকে সব রুটে সারাদেশে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ রয়েছে।