রাবি প্রতিনিধিঃ
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) নির্দেশনা ছিল ১৫ জুন পর্যন্ত পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের যাবতীয় কার্যক্রম বন্ধ থাকবে। এরই ধারাবাহিকতায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ও ১৫ জুনের আগে খুলছেনা। আজ শুক্রবার বিকেলে এক জরুরী সভায় এ সিদ্ধান্ত হয়।
বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয় ভারপ্রাপ্ত ছাত্র উপদেষ্টা ও প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান বলেন,ক্যাম্পাস খোলার ব্যাপারে আমরা জরুরী মিটিংয়ে বসেছি। তখন সিদ্ধান্ত হয়েছে আগামী ১৫ জুনের আগে বিশ্ববিদ্যালয় খুলছেনা। ইউজিসির সিদ্ধান্তে আমরা একমত। পরবর্তীতে ক্যাম্পাস খোলার নির্দেশনা আসলে আমরা জানিয়ে দেবো।