রাবি প্রতিনিধি,
চলমান পরিস্থিতিতে করোনা যেন ভিন্নরূপে হাজির হচ্ছে বাংলাদেশের মানুষের কাছে। প্রতিনিয়ত বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা বহুগুণে। অন্যদিকে মৃত্যুর পরিসংখ্যানও মানুষকে হতাশ করছে প্রতিনিয়ত। ৩১শে মে ২০২০ পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য বুলেটিন অনুযায়ীকোভিড-১৯ পরীক্ষা করা হয়েছে সর্বমোট ৩,০৮,৯৩০ জনের।যার মধ্যে গত ২৪ ঘণ্টায় ১১,৮৭৬ জনের পরিক্ষা করা হলে আক্রান্তেরর সংখ্যা পাওয়া যায় ২,৫৪৫ জন।গত ২৪ ঘন্টায় ৪০ জন মৃত্যুবরণ করেছেন।যেখানে গত দিন আক্রাতের সংখ্যা ছিল ১,৭৬৪ জন। মৃত্যুবরন করেছিল ২৮ জন।এভাবে গত এক সপ্তাহের পরিসংখ্যান পর্যবেক্ষণ করলে দেখা যায় আক্রাতের সংখ্যা ও মৃত্যু সংখ্যা অস্বাভাবিক ভাবে বেড়েই চলেছে।যেখানে মৃত্যুসংখ্যাটি বরাবরই চোখে পরার মতো।দেশে এখন পর্যন্ত সর্বমোট আক্রান্ত পাওয়া গেছে ৪৭,১৫৩ জন। মোট মৃত্যুঃ ৬৫০ জন।এরই মাঝে ৩০ মে চলমান লকডাউন শীতিলকরনে দেশে আরো ভয়ানক পরিস্থিতির সৃষ্টি হতে পারে।