ঝালকাঠি জেলা প্রতিনিধি কঞ্জন কান্তি চক্রবর্তীঃ
বিশ্বের সাথে সাথে দেশব্যাপি কভিড-১৯ করোনা সংক্রমন ভাইরাসে আক্রমনে দীর্ঘ দিন পর সারা দেশের মতো দীর্ঘ ৬৫দিন পর লঞ্চ চালুর শুরুতেই ঝালকাঠিতে জীবন-জীবিকার টানে ঢাকায় যাত্রা করনে শত শত মানুষ। বিলাশবহুল কেবিন আর ডেকে মানুষের ভীড় । ঝালকাঠি লঞ্চঘাট থেকে রোববার সন্ধ্যা ৬টায় ঢাকার উদ্দেশ্যে সুন্দরবন-১২ লঞ্চটি যাত্রা করে। কিন্তু বিকেল ৪টা থেকেই যাত্রীদের দৌড়-ঝাপ শুরু হয়ে যায় ।
স্বাস্থ্য বিধি রক্ষায় লঞ্চ কর্তৃপক্ষ নানা উদ্যোগ নেয়। তারমাত্রা মাপা, জীবানুনাশক স্প্রে, যাত্রীদের মাস্ক ব্যবহার বাধ্যতামূলকসহ নেয়া হয় করোনা সংক্রামণ ঠেকাতে বিভিন্ন ব্যবস্থা। তবে সামাজিকদূরত্ব বাজায় রাখা সম্ভব হয়নি। প্রায় ৮’শ যাত্রী ধারণ করা ক্ষমতা সম্পন্ন লঞ্চটি ঝালকাঠি হয়ে বরিশাল এবং চাঁদপুর সহ ৫টি স্থানের যাত্রী নিয়ে ঢাকার সদর ঘাটে সোমবার সকালে পৌছাবে।
এদিকে ঝালকাঠি থেকেই কেবিন ও ডেকের যাত্রী নিয়ে আনুমানিক ৫’শ যাত্রী রওয়ানা হয়। এদিকে ভাড়াও আগের চেয়ে বেশি নেয়া হয়। কেবিনের ভাড়া ২’শ এবং ও ডেকে ১’শ টাকা বেশি হারে নেয়া হয়। ঝালকাঠি থানার ওসি মো. খলিলুর রহমানের নেতৃত্বে পুলিশ স্বাস্থ্যবিধি রক্ষাসহ সার্বিক বিষয় পরিদর্শন করেন।