নিউজ ডেস্ক:
মানবতার সেবা ও মনোহরদী সংস্কৃতি তুলে ধরছে সেবামূলক সংগঠন “আমরা মনোহরদীর পরিবার”
সেবামূলক সংগঠন আমরা মনোহরদীর পরিবার ” ২০১৬ সালে যাত্রা শুরু করে পেশাজীবী, সেচ্ছাসেবী, প্রবাসী, ছাত্র,শিক্ষক,সাংবাদিক নবীন প্রবীণের সমন্বয়ে গঠন করা হয়! ইতিমধ্যে অনলাইনে ফেইসবুক পেইজের মাধ্যমে সকলের কাছে পৌঁছে দিচ্ছে মনোহরদী উপজেলা সহ তথা নরসিংদীর জেলা ইতিহাস,সংস্কৃতি সকল তথ্য মানবসেবায় ও পিছিয়ে নেই এই সংগঠন টি প্রতি বছরই দরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী সহ নগদ অর্থ পৌঁছে দিচ্ছে পাশাপাশি গরীব মেধাবী ছাত্রছাত্রীদের সহায়তা করেছে সমাজের খেলাধুলা প্রসার ঘাটাতে বিভিন্ন ক্রীড়া টুর্নামেন্টে স্পন্সর করছে তাছাড়া বিভিন্ন সময়ে ফেইসবুক পেইজে মনোহরদীর উদীয়মান প্রতিভাবান শিল্পীদের লাইভে গান ও আড্ডাবাজি বিনোদনের কাজ করে আসছে দীর্ঘদিন দরে আমরা মনোহরদীর পরিবারের চেয়ারম্যান উজ্জ্বল হোসেন জানিয়েছেন ভবিষ্যৎতেও আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে