পল
নিজস্ব প্রতিবেদক : বৃহস্পতিবার (০৪ জুন ২০২০ খ্রিঃ) ১৬:০৫ ঘটিকায় অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, নরসিংদী জনাব শাহেদ আহমেদ এর দিক-নির্দেশনায় পলাশ থানায় কর্মরত এসআই মাহবুবুর রহমান হামিদ সঙ্গীয় এসআই সাইদুর রহমান ও ফোর্সসহ পলাশ থানাধীন নোয়াকান্দা পশ্চিমপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ১। খলিল মিয়া (৪৫), পিতা মৃত-মফিজ উদ্দিন, সাং- নোয়াকান্দা পশ্চিমপাড়া, থানা-পলাশ, জেলা-নরসিংদীর বসতবাড়ীর আঙ্গিনা হতে চাষকৃত ২৫ টি গাঁজা গাছ উদ্ধার করে। কাঁচা অবস্থায় যাহার ওজন ১৪ (চৌদ্দ) কেজি। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য অনুমান ৭০,০০০ টাকা। আসামী খলিল গাঁজা চাষ করে এলাকায় বিক্রয় করে এলাকার যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে।
উদ্ধারকৃত গাঁজা গাছ উদ্ধারের ঘটনায় পলাশ থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন আছে।