বান্দরবান প্রতিনিধিঃ
বান্দরবানে করোনার বর্তমান পরিস্থিতি কঠিন হওয়ার কারণে, দুই উপজেলাকে রেড জোন ও লক ডাউন ঘোষণা করা হয়েছে।বিষয়টি নিশ্চিত করেন, অতিরিক্ত জেলা প্রশাসক শামীম হোসেন রেজা।
করোনা ভাইরাসের অব্যাহত সংক্রমণ প্রতিরোধে র লক্ষ্যে বান্দরবান সদর উপজেলা পৌরসভা এলাকা এবং রুমা উপজেলা কে রেড জোন ঘোষণা করা হয়েছে।আগামী কাল বুধবার থেকে দুই উপজেলাকে পুরাপুরি ভাবে রেড জোন কার্যকর করার জন্য লকডাউন করা হয়েছে।
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত লক ডাউন কার্যকর থাকবে।প্রয়োজন কাজ ছাড়া কেউ বের হতে পারবে না।এবং সাপ্তাহিক দুই দিন প্রয়োজনে বের হতে পারবে(বৃহঃস্পতিবার ও রবিবার) সীমিত আকারে মুদির দোকান আর ঔষুধের দোকান খোলা থাকবে। কোন কাজ ছাড়া রেড জোনে এরিয়ার যেতে পারবে না কেউ আসতে পারবে না।
কোন ধরণের কাজকর্মে বের হতে পারবে না।আগামীকাল দুপুর ১২ টার আগেই প্রয়োজনীয় কেনাকাটা সম্পন্ন করার জন্য করার জন্য সকলকে অনুরোধ করেন অতিরিক্ত জেলা প্রশাসক শামীম হোসেন রেজা।লকডাউন চলাকালীন কেউ রেড জোনে ঢুকতে বা রেড জোন হতে বের হতে পারবেনা।
রেড জোন ঘোষিত এলাকায় কোন ধরনের যানবাহন চলাচল করতে পারবেনা,এবং গণজমায়েত হতে পারবে না। প্রত্যেককে সামাজিক দূরত্ব বজায় রেখে ববাড়িতে অঅবস্থান ককরতে হবে।প্রশাসন পুলিশ সেনাবাহিনী চিকিৎসক মানবিক সহায়তা / ত্রান কার্যক্রম বাস্তবায়ন জরুরি ঔষধ চিকিৎসা উপকরণ এবং কৃষি উপকরণ ও পন্যবাহী যানবাহন চলাচল করতে পারবে।
বিশেষ সূত্রে জানা যায়, বান্দরবানে করোনার রোগী দ্রুত বৃদ্ধি পাচ্ছে।বান্দরবানে মোট করোনার রোগীর সংখ্যা ৬৩ জন।