সাগর বিশ্বাস – ক্রীড়া প্রতিনিধিঃ
করোনা পজিটিভ হয়েছেন পাকিস্তানের অলরাউন্ডার শহীদ আফ্রিদি। টুইটারে এক পোস্টে জানিয়েছেন, তার করোনা পরীক্ষায় পজিটিভ এসেছে। টুইটেই এই ক্রিকেটার বলেছেন, গত বৃহস্পতিবার থেকে খারাপ লাগা শুরু হয় তার এবং গায়ে ব্যথাও করে। এরপর তিনি করোনা পরীক্ষা করান।
দুর্ভাগ্যজনকভাবে তাতে পজিটিভ আসে। আপাতত তিনি কেমন অবস্থায় আছেন, সে বিষয়ে কিছু জানাননি। দ্রুত সেরে ওঠার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন আফ্রিদি।
কিছুদিন আগেই মুশফিকুর রহিমের ডাবল সেঞ্চুরির ব্যাট নিলামে কিনে নিয়েছিল আফ্রিদির ফাউন্ডেশন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট এখনো খেলছেন। বিশ্বের সবচেয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড দীর্ঘদিন তার অধিকারে ছিল। ওয়ানডে ইতিহাসের সবচেয়ে বেশি ছয় তার। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তার চেয়ে বেশি উইকেট আছে মাত্র একজনের।
পাকিস্তানের তৃতীয় আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে করোনাপজিটিভ হলেন আফ্রিদি। এর আগে জাফর সরফরাজ ও তৌফিক উমর পজিটিভ হয়েছিলেন। তৌফিক উমর এর মধ্যে সেরে উঠেছেন বলেও জানিয়েছেন।