ফেনী মডেল থানার এসআই আনোয়ার হোসেনের প্রচেষ্টায় নোয়াখালী সুফির বাজার রামগতি এলাকা থেকে পাশের বাড়ির মামার সাথে নানার বাসায় বেড়াবে বলে ফেনী নিয়ে আসে।
পরে মামার নানার বাসায় নিয়ে যায়। নানা তার নাতিকে বাসায় রেখে। রামগতি এলাকার মৃত জামালের ছেলে মনির(১৩) ও আলাউদ্দিনের ছেলে তারেক (১২) কে বের করে দেয়।
পরে তারা রাস্তায় ঘুরাঘুরি করেতে দেখে বারাহিপুর আদালত পাড়া এলাকার দোকানদার করিম তাদের নিয়ে আসে সাংবাদিক আলাউদ্দিনের কাছে তিনি তাদের কথা শুনে। ফোন করে। ফেনী মডেল থানার ওসি আলমগীর হোসেনের কাছে। ওসি আলমগীর হোসেন সাথে সাথে পুলিশ পাঠিয়ে দুই ছেলেকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। দায়িত্ব দেওয়া হয়। এস আই আনোয়ারকে।
মঙ্গলবার রাতে আস আই আনোয়ার তাদের কথা শুনে গুগুলে সার্চ দিয়ে তাদের এলাকার মেম্বারের নাম্বার বের করে, পরে মেম্বারের সাথে যোগাযোগ করে। পরিবারের কাছে খবর দেয়। খবর শুনে বুধবার সকাল সিএনজি যোগে মনির এবং তারেকে মা ফেনী মডেল থানায় আসে। পরে দায়িত্বশীল ফেনী মডেল থানা পুলিশের তত্বাবধানে দুই জনকে পরিবারের হাতে হস্তান্তর করেন।
এ ব্যাপারে মনির এবং তারেক বলেন, আমি মনে করে ছিলাম জীবনে আর কোন দিন বাড়িতে ফিরতে পারবো না কিন্তু পুলিশের সার্বিক সহযোগীতায় আজ আমি নিজ বাড়িতে ফিরে যেতে পারছি।মা বাবা কে পেয়ে আজ আমি খুব আনন্দিত। ধন্যবাদ জানায় বাংলাদেশ পুলিশ ফেনী মডেল থানাকে।