মুহাম্মাদ শোরাফ উদ্দিন ( জেলা প্রতিনিধি) লক্ষ্মীপুরঃ
লক্ষ্মীপুরের পালেরহাট পাবলিক হাইস্কুলের ৯ম শ্রেনীর ছাত্রীকে ধর্ষণের পর হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ধর্ষক ও হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শান্তির দাবিতে বুধবার সকালে লক্ষ্মীপুর-রামগঞ্জ রোডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
স্থানীয় জাহানাবাদ গোল্ডেন বয়েজ স্পোর্টিং ক্লাবের উদ্যোগে এলাকার প্রায় দুই শতাধিক যুব সমাজ এ মানববন্ধনে অংশগ্রহন করে। এছাড়াও মানববন্ধনে পূর্বহাসন্দী একতা যুব সংঘ অংশগ্রহন করে।মানববন্ধন থেকে বক্তারা মেধাবী ছাত্রী হিরা মনির ধর্ষকদের অতিদ্রুত আইনের আওতায় আনতে প্রশাসনের দৃষ্টি আকর্ষন করেন।
অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করেন তারা। এছাড়াও বলেন, যতোক্ষন পর্যন্ত হিরামনির ধর্ষক ও হত্যাকারীদের আইনের আওতায় না আনা হচ্ছে ততোক্ষন পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে।এসময় উপস্থিত ছিলেন, জাহানাবাদ গোল্ডেন বয়েজ স্পোর্টিং ক্লাবের সভাপতি উজ্জ্বল চৌধুরী, সাধারন সম্পাদক আরিফুর রহমান, সহ-সভাপতি জাফর আহম্মদ, ক্রীড়া সম্পাদক ইসমাইল হোসেন শুভ, কেষাধ্যক্ষ ফারুখ গাজী, সদস্য রিজু, মামুন জুয়েল, হৃদয়, অর্পন, মাজেদ, হিমেল, তানভীর, নাহিদ প্রমূখ।
উল্লেখ্য, গত শুক্রবার (১২ জুন) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের পশ্চিম গোপীনাথপুর গ্রামে নবম শ্রেণির ছাত্রী হিরা মনিকে ঘরে একা পেয়ে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করেছে দূর্বৃত্তরা। সে একই গ্রামের হারুনুর রশিদের মেয়ে। ক্যান্সারে আক্রান্ত বাবাকে নিয়ে তার মা ও ছোট দুই ভাইবোন ঢাকায় হাসপাতালে ছিল। হিরামনিও শুক্রবার সকালে নানার বাড়ি থেকে নিজ বাড়িতে এসেছিল।