ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ
রাজাপুরে প্রবাসীর স্ত্রীকে মারধর করে গুরুতর জখম, লুটপাট ও শ্লীলতাহানির অভিযোগ পাওয়া গেছে। সেই সাথে একই পরিবারের দুই নারী কমপক্ষে ৪ জন আহত হয়েছে। আহতদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
ভুক্তভোগী পরিবারের দেয়া অভিযোগ সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে গত শনিবর (১৩ ই জুন) রাত আনুমানিক ১০ ঘটিকার সময় প্রবাসীর স্ত্রী আখি বেগম তার ঘরের বাইরে অবস্থান করে মোবাইলে তার স্বামীর সাথে কথা বলতেছিলো।
সেই সময়ে একই এলাকার বাদশা হাওলাদার,তার ছেলে মহসিন হাওলাদার ও জসিম হাওলাদার,নূর আলম হাওলাদারের ছেলে শাহীন হাওলাদার সহ আরো দুই তিন জন মিলে পরিকল্পিত ভাবে আখি বেগমর পিছন থেকে মুখ চেপে ধরে এলোপাথরি ভাবে মারপিট শুরু করে।
প্রতিপক্ষের হাতে থাকা দা দিয়ে আখির মাথার বাম পাশে আঘাত করে রক্তাক্ত যখম করে তার গলায় থাকা ১ ভরি ওজনের স্বর্নের চেইন ছিনিয়ে নেয় সেই সাথে মহসিন হাওরাদার ও শাহিন আখির শ্লীলতাহানি ঘটায়।
মহসিন ও শাহিনের হাত থেকে নিজেকে রক্ষা করার জন্য আখি ডাক চিৎকার করিলে তার পরিবারের লোকজন ছুটে আসলে তাদেরকেও বেদরক মারপিট করে গুরুতর যখম করে।এতে আখির বাবা আবুল কালাম,মা তাসলিমা বেগম ও অষ্টম শ্রেনিতে পড়–য়া ছোটো বোন মিম আক্তার গুরুতর আহত হয়েছে।
পরবর্তিতে সকলের ডাকচিৎকারে ছুটে আসেলে প্রতিপক্ষরা আখির পরিবারকে প্রান নাশের হুমকি দিয়ে ঘটনা¯’াল থেকে চলে যায়। এ ঘটনায় আখি বেগমের চাচি লাকি আক্তার বাদী হয়ে ১৬ ই জুন রাজাপুর থানায় মামলা দায়ের করেছেন যার নং- ০৯।
অভিযুক্ত জসিম হাওলাদারের সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে নম্বরটি বন্ধ থাকায় সম্ভব হয়নি। মামলার তদন্তকারী কর্মকর্তা রাজাপুর থানার উপপরিদর্শ (এস আই)খন্দকার রবিউল ইসলাম বলেন,এ বিষয়ে থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।