মোঃ যুবরাজ , ভোলা প্রতিনিধিঃ
করোনার প্রভাবে চারদিকে যখন সবাই দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে ঠিক সেই সময় মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন প্রকৌশলী সাব্বির মুন্না। সবার উপর মানুষ সত্য প্রবাদটির সত্যতা আবারো প্রমাণিত হয়েছে।
ঘটনাটি ঘটেছে ২৫জুন ২০২০ ( রোজঃ বৃহস্পতিবার), সময়ঃ রাত ১১.৩০ টায় ভোলার ভেদুরিয়া ফেরি ঘাটের টার্মিনালে অজ্ঞাতনামা এক বাক-প্রতিবন্ধী ছেলেকে পাওয়া যায়। যার বয়স আনুমানিক ০৮ বছর।
মধ্যরাতে কোনো উপায় না পেয়ে সাব্বির মুন্নার নিজ দায়িত্বে বাক-প্রতিবন্ধী ছেলেটিকে নিজের কাছে রেখে সোস্যাল মিডিয়ায় সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিবারকে খোঁজার জন্য নানা রকম প্রচরণা করেন। অতঃপর বাংলাদেশ কিন্ডার গার্ডেন এসোসিয়েশনের কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান আব্দুল মাজেদ মিয়ার সহযোগীতায় অবশেষে ২৬ জুন ২০২০ তারিখে খোঁজ মেলে সেই অজ্ঞাত বাক-প্রতিবন্ধী ছেলেটির পরিবারের।
ছেলেটির নামঃ ফরহাদ। পিতাঃ কামাল হোসেন, জেলাঃপটুয়াখালী, থানাঃবাউপল,গ্রামঃমদিনপুরা। ২৬জুন ২০২০ (রোজ শুক্রবার) ঘটনাস্থল ভেদুরিয়া ফেরি ঘাটে তার পরিবারের হাতে তাকে তুলে দেন প্রকৌশলী সাব্বির মুন্না।
এ সময় তিনি ফরহাদকে স্থানীয় প্রতিবন্ধী স্কুলে ভর্তি করে লেখাপড়া করানোর ইচ্ছা পোষন করেন এবং মাধ্যমিক পযর্ন্ত লেখা পড়ার সকল দায়িত্ব গ্রহণ করার ঘোষনা করেন।