বরিশালের উজিরপুর উপজেলার হারতায় সন্ধা নদীর শাখা কচাঁ নদী থেকে ভাসমান অবস্থায় উদ্ধার হওয়া সেই তরুনীর লাশের পরিচয় পাওয়া গেছে।তার নাম বৃষ্টি।সে পার্শ্ববর্তী মাদারীপুরের কালকিনিরসিটখানার জহির বেপারীর মেয়ে। বৃষ্টি নারায়নগঞ্জের কাঁচপুরে পরিবারের সাথে থাকতো এবং সেখানে একটি মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রী ছিলো।
সে পরিবারের সাথে গ্রামের বাড়ীতে বেড়াতে এসে গত ৩০ জুন মঙ্গলবার সিটখানার বাড়ি সংলগ্ন আড়িয়ালখা নদীর শাখা নদীতে ছোট বোনকে সঙ্গে নিয়ে কলা গাছের ভেলা নিয়ে সাঁতার শিখতে গিয়ে নদীতে ডুবে যায়। তাৎক্ষণিক ভাবে স্থানীয় লোকজন নদীতে জাল ফেলে ও পরে ফায়ার সার্ভিসের ডুবরি দিয়ে সন্ধান করেও তার খোঁজ পাননি।
এছাড়া স্বজনরা ট্রলার নিয়ে নদীতে অনেক খোঁজ করেও সন্ধান পায়নি বৃষ্টির। শুক্রবার বিকালে বরিশালের উজিরপুর উপজেলার হারতা এলাকায় সন্ধ্যা নদীর শাখা কঁচা নদী থেকে এক তরুনীর অর্ধগলিত লাশ উদ্ধারের পর বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত সংবাদ দেখে স্বজনরা শনিবার সকালে উজিরপুর মডেল থানায় এসে লাশ শনাক্ত করেন।
এসময় সেখানে স্বজনদের কান্নায় পরিবেশ ভারী হয়ে ওঠে এবং এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারনা হয়। পরে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়।
এ প্রসঙ্গে উজিরপুর মডেল থানার ওসি জিয়াউল আহসান বলেন, শনাক্তের পরে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।