মাসব্যাপী মাস্ক পরানো’ এ ধরনের কর্মসূচিকে সামনে রেখে শুক্রবার বিকেলে সাধারণ মানুষকে সচেতন করতে ময়মনসিংহ নান্দাইল পৌরসদরে পথচারী ও ব্যবসায়ীদের মাঝে মাস্ক পরানো হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রহিম সুজনের উপস্থিতিতে নান্দাইল উপজেলা শুভসংঘের উদ্যেগে এ কর্মসূচি উদ্বোধন করা হয়।
স্থানীয় সূত্র জানায়, করোনার ক্রান্তি লগ্নে অবস্থা বেগতিক হওয়ায় সাধারণ মানুষকে সচেতন করতে ও মাস্ক পরার অভ্যাস করাতে প্রায় এক হাজার লোকজনকে মাস্ক পরিয়ে দেওয়া হয়। ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইলের পুরাতন বাসস্ট্যান্ড থেকে শুরু করা হয় এ কর্মসূচি।
পরে মহাসড়কের বিভিন্ন যানবাহনে মাস্কবিহীন যাত্রীদের নতুন মাস্ক পরিয়ে দেওয়া হয়। মাস্ক পরানোর সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রহিম সুজন জানিয়ে দেন এখন নিজেদের উদ্যোগে মাস্ক পরানোসহ সচেতনতা করা হচ্ছে।
পরবর্তীতে কারও মুখে মাস্ক না পাওয়া গেলে জরিমানা করা হবে।তারা বলেন, আমরা খারাপ হবে জেনেও মাস্ক পরছি না। শুভসংঘ এই কর্মসূচির মাধ্যমে জানিয়ে দিচ্ছে মাস্ক পরা অত্যন্ত জরুরি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রহিম সুজন জানান, শুভসংঘের সদস্যরা যে উদ্যোগ গ্রহণ করেছে তা সময় উপযোগী। তাদের এ উদ্যোগের সাথে সব সময় প্রশাসন থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন শুভসংঘের নান্দাইল উপজেলা শাখার সভাপতি খোকন চন্দ্র দেবনাথ, সাধারণ সম্পাদক আহসান উদ্দিন আকন্দ, সোহাগ, হৃদয়, কলামিস্ট সাইদুর রহমান ও বিশিষ্ট সাংবাদিক কলামিষ্ট অনলাইন সাংবাদিক তাপস কর। প্রেস ক্লাব নান্দারইলে সাধারণ সম্পাদ শামছ-তাবরিজ রায়হান, জালাল উদ্দিন মন্ডল, আবুল খায়ের হিমেল, ফরিদ, জহিরসহ শুভসংঘের অন্যান্য সদস্যরা।