ময়মনসিংহ জেলার সীমান্তবর্তী উপজেলাটির নাম ধোবাউড়া। এই উপজেলার সবচেয়ে নিচু এলাকা পোড়াকান্দুলিয়া ইউনিয়ন। একটু বৃষ্টি হলেই পানি জমে বন্যার সৃষ্টি হয়। ফলে কয়েকদিন একটানা বৃষ্টি হলেই এখানকার নিচু এলাকার মানুষের দু্র্ভোগের সীমা থাকে না।
এ বছর জ্যৈষ্ঠমাসেই ভারি বৃষ্টিপাত এবং পাহাড়ি ঢলে পোড়াকান্দুলিয়া ইউনিয়নের বহু গ্রাম পানিতে প্লাবিত হয়েছে। এ অঞ্চলের প্লাবিত হওয়া গ্রামগুলো হলও- পোড়াকান্দুলিয়া, রায়কান্দুলিয়া, হরিণধরা, বহরভিটা, বেতগাছিয়া, কালিনগর, গবিনপুর, আটাম, ঘুঙ্গায়াজুড়ি, আঙ্গরকান্দা, পাতাম, চুরেরভিটা, টেগরিয়া, কাওয়ারকান্দা, বতিহালা ও রাউতি।
সরেজমিনে গিয়ে দেখা যায়, অনেক গ্রামের রাস্তা-ঘাট পানিতে তলিয়ে গেছে। এলাকার বহু মানুষ যাতায়াত করছেন নৌকা দিয়ে। আবার অনেকের নৌকা না থাকায় গৃহবন্দি হয়েছে পড়েছেন।
এলাকাবাসী জানায়, জনপ্রতিনিধিরা রাস্তা ভালোভাবে সংস্কার না করায় এমন দুর্ভোগ পোহাতে হচ্ছে। এমন অবস্থায় বন্যায় ক্ষতিগ্রস্তরা প্রশাসনের সহযোগিতা কামনা করছেন।