বাংলাদেশ মিউনিসিপালিটি অ্যাসোসিয়েশনের (ম্যাব) সভাপতি পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ করোনা আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন সিভিল সার্জন ডাঃ রনজিৎ কুমার বর্মণ।
রবিবার(৫ জুলাই) সন্ধ্যায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের করোনা পরীক্ষাগার থেকে জানা যায়। সেই সাথে আক্রান্ত হন মেয়রের গাড়ী চালক রিপন। জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, আজ নীলফামারী জেলার ১০৪টি নমুনা পরীক্ষা করা হয়, এর মধ্যে পজেটিভ আসে ২ টি।
পারিবারিক সূত্র থেকে জানা যায়,পৌর মেয়র নিজ বাড়িতে আইসোলেশনে আছেন এবং সুস্থ আছেন। সবার কাছে দোয়া চেয়েছেন তার পরিবার। জেলা স্বাস্থ্য বিভাগ জানায় নীলফামারী জেলায় সর্বমোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪০৯ জনে।
এর মধ্যে সদরে রয়েছেন ১৩৯ জন, জলঢাকা উপজেলায় ৭৯ জন, ডিমলা উপজেলায় ৫২ জন, সৈয়দপুর উপজেলায় ৫৩ জন, ডোমার উপজেলায় ৪২ জন ও কিশোরগঞ্জ উপজেলায় ৩৪ জন রয়েছেন। তবে আক্রান্তদের মধ্যে ২৯৩ জন ইতিমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। মারা গেছেন ১ নারীসহ ৭ জন।