রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অনলাইন ক্লাসের ব্যাপারে চুড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। বুধবার(৮জুলাই) সকালে ভিসি আব্দুস সোবহানের সভাপতিত্বে এক ভার্চুয়াল বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।
এতে সকল বিভাগের সভাপতিরা উপস্থিত ছিলেন। এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা মোঃ লুৎফর রহমান বলেন, আগামীকাল (৯ জুলাই) থেকেই অনলাইনে ক্লাস শুরুর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বাকিটা নির্ভর করবে ডিপার্টমেন্ট এর ওপর।
ডিপার্টমেন্ট যখন চাইবে নিজ ডিপার্টমেন্টের ক্লাস শুরু করবেন। এতে যদি কোন শিক্ষার্থী সমস্যার সম্মুখীন হয় সেটা পর্যাক্রমে সমাধানের চেষ্টা করা হবে। তিনি আরো বলেন, আমরা চাই বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী সমান সুবিধা ভোগ করুক।
আমরা বিগত বছরগুলোতে অনেক পরিশ্রম করে সেশনজট সমস্যার সমাধান করতে সক্ষম হয়েছি। পুনরায় যাতে শিক্ষার্থীরা এ সমস্যার সম্মুখীন না হয়।
তার জন্যই মুলত এ-ই অনলাইন প্রক্রিয়ায় যাওয়ার সিদ্ধান্তে উপনীত হয়েছে প্রশাসন।