মাধবদী থানার আমদিয়া ইউনিয়নের কান্দাইল বাসষ্ট্যান্ডে দোকান ঘর তোলার সময় চাঁদা না দেওয়ায় সন্ত্রাসী হামলা করে সাতজনকে মারাত্বক ভাবে রক্তাক্ত জখম করেছে বলে সংবাদ পাওয়া গেছে।
মাধবদী থানায় অভিযোগের প্রেক্ষিতে জানা যায়, গত ৮ জুলাই সকাল সাড়ে
১০টায় ঢাকা-সিলেট মহাসড়কের কান্দাইল বাসষ্ট্যান্ডে পৈতৃক জমিতে ঘর নির্মান
করতে গেলে এক লক্ষ টাকা চাঁদা দাবি করে মাছুম ভুইয়া নামে এক ব্যাক্তী
ঘর মালিক আমিনুল ইসলাম চাঁদা দিতে অস্বীকার করলে একই এলাকার
মো: মাসুম ভুইয়া (৩২), মুরাদ মিয়া(৩০),শফিক মিয়া(৩৩),
স্বপন মিয়া(৪০), জাইদুল, মাহফুজ(২২) সহ অজ্ঞাতনামা ৫/৬ জনের এক দল সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়।