ময়মনসিংহ জেলার ভালুকার পশুর হাটে নেই জনস্বাস্থ্যবিধি।
একজন আরেক জনের গা ঘেঁষে দাঁড়িয়ে করছেন পশুর দরদাম।
সামাজিক দূরত্বের নির্দেশনার তোয়াক্কা না করে ঝুঁকি নিয়ে পশু কেনা বেচা চলছে।
হাটে অধিকাংশ লোকের মুখে মাস্ক নেই, কারও কারও থাকলেও তা নামানো থুতনিতে।
ময়মনসিংহের ভালুকা উপজেলার বাটাজোর বাজারে এ দৃশ্য দেখা গেছে।
উপজেলার পশুর হাটের মধ্যে সবচেয়ে বড় বাটাজোরের পশুর হাট।
৩শ থেকে সাড়ে ৩শ পশু কেনাবেচা হয় এ হাটে। বাজারটি ওয়াকফ স্ট্যাটের বাজার,
তাই কোনো ইজারাদার নেই। স্থানীয় হিমেল তালুকদার আরও কয়েকজনের সহযোগিতায় বাজারটি পরিচালনা করেন।দেখা যায়, হাটের সব ধরনের দোকান খোলা।। গা ঘেঁষে হাঁস-মুরগি ও মাংস কিনছেন অনেকে। দেখে যেন মনে হয়, করোনার প্রাদুর্ভাবের কোনো চিন্তা নেই এ হাটের কারোও। অর্থাৎ আগের মতো সবকিছু স্বাভাবিক।