ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা জেলার মদন- লউপজেলার সদর ইউনিয়নে নলকূপ বসাতে গিয়ে গ্যাস বের হতে দেখা গেছে। স্থানীয় কুলিয়াটি (আরগিলা) গ্রামে নলকূপ (টিউবওয়েল) স্থাপনের সময় এই গ্যাসের অস্তিত্ব মেলে।
গ্রামবাসী জানায়,
প্রয়াত সাংবাদিক শাহজাহান ভূঁইয়ার বাড়িতে নলকূপ স্থাপন শেষে পাইপের গোড়া বাঁধানোর সময় বুঁদবুঁদ আকারে ধোঁয়া আকৃতির
গ্যাস উঠতে দেখেন টিউবওয়েল স্থাপন কাজে নিয়োজিত মিস্ত্রিরা। বিষয়টি নিয়ে সন্ধেহ হলে, সেখানে দিয়াশলাই ঠুকে দিতেই আগুন জ্বলে ওঠে।
নলকূপ স্থাপনের মিস্ত্রি মিলন মিয়া বলেন, নলকূপ স্থাপনের উদ্দেশে সেখানে ২৭০ ফুট পাইপ বসানো হয়েছে।
ইউপি চেয়ারম্যান
বদরুজ্জামান শেখ মানিক বলেন, লোকমুখে ঘটনাটি জানতে পেরে নিজেও দেখতে গিয়েছিলাম। আমার দাবি, দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা গ্রহণ করুক।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বুলবুল আহমেদ বলেন, গ্যাসের সন্ধান মিলেছে এমন খবরে সরেজমিন পরিদর্শন করেছি। এ বিষয়ে বাপেক্সের কর্মকর্তাদের সঙ্গে আমি এবং জেলা প্রশাসক যোগাযোগ করেছি। উনারা সরেজমিন আসবে।