উজান থেকে ধেয়ে আসা পাহাড়ি ঢল ও অতিরিক্ত বৃষ্টিপাতের কারনে যমুনা নদীর পানি অস্বাভাবিক হারে বৃদ্ধি পাচ্ছে।জেলায় ভয়াবহ বন্যার আশংকা দেখা দিয়েছে। সোমবার(১৩জুলাই) সন্ধ্যা পর্যন্ত যমুনা নদীর পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে বিপদসীমার ৭৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
জেলা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো)পানি পরিমাপের নিয়ন্ত্রক আব্দুল মান্নান বলেন, গত ২৪ ঘন্টায় ৬৪ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৭৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।অন্যান্য সময়ের চেয়ে এবার অস্বাভাবিক হারে পানি বাড়ছে। দ্বিতীয় দফার বন্যায় জেলার ৭টি উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ায় প্রায় সোয়া লক্ষ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।
বিশুদ্ধ পানি ও খাবার সংকট দেখা দিয়েছে। বন্যা পরিস্থিতি মোকাবেলায় জেলায় ২৩ টি মেডিকেল টিম গঠন ও ৪৬১ টি শিক্ষাপ্রতিষ্ঠানকে আশ্রয়কেন্দ্র হিসেবে প্রস্তুত করার কথা জানান জেলা প্রশাসন।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো:নায়েব আলী বলেন, বন্যার্ত মানুষের জন্য এরইমধ্যে সারা জেলায় চাউল ৩১০ মেট্রিক টন,শুকনা খাবার প্যাকেট ৪ হাজার ও নগদ ১০ লক্ষ ৫০ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়েছে এবং বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। অপরদিকে চলতি বন্যায় পানিতে ডুবে এপর্যন্ত শিশুসহ ১০ জনের মৃত্যু হয়েছে।