রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন ‘নবজাগরণ ফাউন্ডেশন’ ৭ম বছরে পদার্পণ করলো আজ। ২০১৪ সালের ১৪ই জুলাই সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা প্রসারে সংগঠনটি শিক্ষানিকেতনের যাত্রা শুরু করেন। বর্তমানে সংগঠনটিতে নিবন্ধিত শিক্ষার্থী ১২৫জন
সংগঠনটি ২০১২ সালের ১২ ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়ে এসডিজির
লক্ষ্য মাত্রা অর্জন ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি
তাদের মাঝে হেলথ ক্যাম্প, ইদ ও পূজায় নতুন জামা বিতরণ
অনুষ্টান আয়োজন করে থাকেন। সেই সাথে এসডিজির লক্ষ্য মাত্রা “গুণগত শিক্ষা ” অর্জনে কাজ করে যাচ্ছে সংগঠনটি।
এছাড়াও স্বাধীনতা দিবস,
বিজয় দিবসসহ সার্বজনীন শিশু দিবস উপলক্ষে সুবিধা-বঞ্চিত শিশুদের নিয়ে আয়োজন করে থাকে “একদিন স্বপ্নের দিন”
যেখানে বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীসহ সংগঠনটির স্বেচ্ছাসেবীসহ সকলে মিলে সুবিধা-বঞ্চিত শিশুদের মাঝে একটি স্বপ্নের দিন উপহার দেওয়ার চেষ্টা করে থাকেন। সাথে থাকছে সংগঠনটির শিক্ষানিকেতনের শিক্ষা উপকরণ উপহার সামুগ্রি।
রায়হান ইসলাম
রাজশাহী বিশ্ববিদ্যালয়