গাইবান্ধা জেলা পুলিশ জনাব তৌহিদুল ইসলাম বলেছেন আমরা মানুষের জন্য কাজ করি। মানুষের পাশে সব সময় থাকতে চাই। মানুষের সুখ দুঃখের সঙ্গী হয়ে তাদের পাশে থেকে কাজ করতে চাই।
আপনাদের সহযোগিতা নিয়ে সুন্দর একটা সমাজ গড়ে তুলতে চাই।
চরাঞ্চলে যেন নৌ-ডাকাতি থেকে শুরু করে যেকোনো প্রকার চুরি ডাকাতি
না হয় সেজন্য পুলিশ দিনরাত নিরলসভাবে আপনাদের পাহারা দিচ্ছে। তারপরও আপনারা আমাদের অবশ্যই সহযোগিতা করবেন।
এরকম কোন ঘটনার সম্মুখীন হলে আপনার সাথে সাথেই পুলিশকে ফোন দিবেন।
আপনার এলাকায় যাতে কোন ধরনের মাদক, জুয়া বা অন্য কোন অপরাধে
কেউ জড়িত না হয় সেজন্য অবশ্যই আপনারা সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলুন সেইসাথে পুলিশকে ইনফর্ম করুন।
আপনাদের এলাকায় যারা জুয়া কিংবা অন্যান্য অপরাধের সাথে জড়িত
আছে আপনারা নির্ভয়ে, নিঃসন্দেহে পুলিশকে অবগত করুন অবশ্যই পুলিশ আপনাদের ডাকে সাড়া দিবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
আপনার মেয়ের স্বার্থে, পরিবারের স্বার্থে অন্তত আপনার মেয়েকে
বাল্যবিবাহ দিবেন না। আমরা পুলিশরা আপনাদের বন্ধু হয়ে আপনাদের পাশে থাকতে চাই এবং ভালো মানুষ নিয়ে সুন্দর একটা অপরাধমুক্ত সমাজ গড়তে চাই।
১৮ জুলাই (শনিবার) সকালে গাইবান্ধা চরাঞ্চলের বন্যাকবলিত এলাকা পরিদর্শন কালে গাইবান্ধা জেলা পুলিশ সুপার জনাব তৌহিদুল ইসলাম এসব কথা বলেন এবং ও বন্যার্তদের মাঝে শুকনো খাবার বিতরণ করেন। এসময় তার সাথে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।